বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | অশান্ত বাংলাদেশ, পেট্রাপোল ও ঘোজাডাঙায় কমেছে বাণিজ্য, দু'পারেই দেশে ফেরার তাড়া

Riya Patra | ০১ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৪২Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: অশান্ত বাংলাদেশ। তার প্রভাব পড়ল আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে। গত কয়েকদিনে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল ও ঘোজাডাঙায় ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য তলানিতে পৌঁছে গিয়েছে। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে যাঁরা দু'দেশের মধ্যে যাতায়াত করেন, তাঁদের মধ্যে দেশে ফেরার তাড়া বেড়ে গিয়েছে। 

২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর বিভিন্ন ঘটনায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘটনার পরম্পরায় দু'দেশের বাসিন্দাদের মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে। তার প্রভাব পড়ল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক আমদানি রপ্তানি বাণিজ্যে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত দিয়ে দু'দেশের মধ্যে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়। গত কয়েকদিনে সেই আন্তর্জাতিক বাণিজ্য তলানিতে ঠেকেছে। পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন পাঁচশোর ওপর পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যায়। ওপার থেকে দু'শো ট্রাক এপারেও আসে। পেট্রাপলের ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত তিন চার দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ট্রাক যাতায়াত অনেক কমে গিয়েছে। 

বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তেও উদ্বেগের ছবি ধরা পড়েছে। প্রতিদিন চারশো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যেত। সেখান থেকেও দেড়শো থেকে দু'শো ট্রাক এপারে আসত। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে তা একেবারেই কমে গিয়েছে। ‌দু'দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

শুধু পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যই নয়, বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে চিকিৎসা বা অন্য প্রয়োজনে ওপার থেকে আসা মানুষের মধ্যেও উদ্বেগ বেড়েছে। ‌ দেশে ফেরার জন্য তাঁরা পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে ভিড় করছেন। আবার বাংলাদেশ যাঁরা গিয়েছিলেন, সেই সব ভারতীয় নাগরিকরাও দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছেন। 

পেট্রাপোল আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, 'বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে পড়েছে। পণ্য আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক যাতায়াত কমে গিয়েছে। দু'দেশে যাতায়াতকারী মানুষের মধ্যে দেশে ফেরার তাড়াও দেখা যাচ্ছে।' ঘোজাডাঙা সীমান্ত আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মণ্ডলও একই কথা বলেছেন। বাংলাদেশের অস্থিরতার কারণে টাকার বিনিময় মূল্য কমে গিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে চূড়ান্ত প্রভাব পড়েছে। সকলের মধ্যে দেশে ফেরার ব্যস্ততা দেখা যাচ্ছে।'


#Petrapole#ghojadanga#bangladesh unrest#bangladesh situation#bangladesh-india#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ...

ভারতের জাতীয় পতাকার অবমাননায় পদক্ষেপ করেনি বাংলাদেশ, একই ঘটনায় উল্টো ছবি এ দেশে...

মাটির ঘরে বসবাস, তবুও আবাস যোজনায় পাওয়া ঘর ফিরিয়ে দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান...

কোথায় শিক্ষক? স্কুলের দরজা খুলে গা শিউরে উঠল সকলের...

ই-রিক্সার নামে বেআইনি টোটো কারবার কোন্নগরে, হাতেনাতে ধরলেন পুরপ্রধান...

বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...

আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...

'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...

আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...

ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...

পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...

বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ  ...

মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...

তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...

ঝাল অথচ ঝাল নয়! 'চিলি‌ রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...



সোশ্যাল মিডিয়া



12 24